ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

পতাকা উত্তোলনের পর বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শির–এ গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চির উন্নত মম শির–এ পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “যেসব মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ত্রিশালের মানুষ যে অনুভূতি নিয়ে এই দিনকে দেখেছিল, আজ আমরা তা না পেলেও চেতনা আমাদের ভেতরে আছে। ডিসেম্বর মাস থেকেই আমরা আমাদের শক্তি ফিরে পেতে শুরু করি। মুক্তিযুদ্ধ আমাদের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক মুক্তির সূচনা করে।”

তিনি আরও বলেন, “ত্রিশাল মুক্ত দিবস ও বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আমরা যেন প্রকৃত বাংলাদেশি হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারি—এ কামনা করি।”

সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির সদস্য–সচিব অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

উদযাপিত,ত্রিশাল মুক্ত দিবস,নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত