ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শান্তিপূর্ণভাবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার অগ্রগতি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্র এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি দেখেন। স্বাস্থ্য সচিবের ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের কথাও মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদন করেছেন, যার মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিযোগিতা তীব্র হয়েছে।

লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বরের। পাস নম্বর ৪০ এবং ভুল উত্তরে কর্তন ০.২৫।

সরকারি মেডিকেলে মোট আসন ছিল ৫,৬৪৫, যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেলে মোট আসন ছিল ৭,৪০৬, যার মধ্যে এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে মোট আসন ১৩,০৫১, যার মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।

পুনর্বিন্যাসে সরকারি মেডিকেলে ১৪টি কলেজে আসন কমানো হয়েছে, তিনটি কলেজে বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সরকারি আসন নিট হিসেবে ২৮০টি কমেছে। বেসরকারি ৬৬টি মেডিকেলে আসন কমেছে আরও ২৯২টি।

উল্লেখ্য, গত বছর এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা এক মাসেরও বেশি আগে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষা,এমবিবিএস-বিডিএস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত