ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

ওসমান হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া-মোনাজাত

রাজধানীর বিজয় নগরে গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদীর সুস্থতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খানের পরিচালিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান সহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, সবাই মনে করতো কীসের আবার নিরাপত্তা? জুলাই যোদ্ধা কী মন্ত্রী-মিনিস্টার হয়ে গিয়েছে যে, তাকে নিরাপত্তা দিতে হবে? কিন্তু গতকাল আমরা দেখলাম ওসমান হাদি গুলিবিদ্ধ হলো।

পরবর্তী সিরিয়াল কার, কেউ জানে না। ব্যক্তিগতভাবে যে যেখানে নামাজ পড়ে হাদীর জন্য দোয়া করব। আল্লাহ যাতে হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কারণ জুলাই স্পিরিট বহনকারী একজন তরুণ যোদ্ধা সে শরীফ ওসমান হাদি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, হাদি হচ্ছে সেটিই যেটা আমরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করি। সে জাতীয়তাবাদী দল, জামাত এবং এনসিপি সম্পর্কে বলেছে। হাদি সবসময় বলেছে যদি স্বৈরাচারের দোসর হন, তাহলে তাদের বিপক্ষে আপনাদেরকে আমি ফিরাবো, আপনারা কেউ স্বৈরাচারের দোসর ও তাঁবেদারি করতে পারবেন না। হাদিকে থামিয়ে দেওয়ার জন্য যে আঘাত আনা হয়েছে তার এক এক ফোঁটা রক্ত তা আমরা ধারণ করবো আমাদের চেতনায়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইবিতে দোয়া-মোনাজাত,হাদির সুস্থতা কামনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত