ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে ভোর রাতে গোয়ালঘর থেকে গাভী চুরি

বোয়ালখালীতে ভোর রাতে গোয়ালঘর থেকে গাভী চুরি

বোয়ালখালী উপজেলায় একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর চারটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোরলা গ্রামের রশিদ মাস্টারের বাড়িতে কৃষক মোজাহেরুল ইসলামের গোয়ালঘর থেকে চোরেরা একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাভীটি দুই মাস আগে একটি বাছুর জন্ম দিয়েছিল।

গাভীটির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান ভুক্তভোগী পরিবার।

মোজাহেরুল ইসলামের ছেলে মো. মুমিনুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন। হঠাৎ এভাবে গোয়ালঘর থেকে গাভী চুরির ঘটনায় তারা হতবাক।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গাভী চুরি,গোয়ালঘর,বোয়ালখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত