
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সিন্ডিকেটের সদস্য অধ্যাপক বিল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, জকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা দুপুরে সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর ২টার দিকে পুনরায় সিন্ডিকেট সভা আহ্বান করে, যেখানে নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।