ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কারাগারে নোবেলের বিয়ে, দেনমোহর ১০ লাখ টাকা

কারাগারে নোবেলের বিয়ে, দেনমোহর ১০ লাখ টাকা

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল অবশেষে বিয়ে করেছেন ইডেন কলেজের সেই শিক্ষার্থীকে, যাকে নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচিত মামলার কেন্দ্রে ছিলেন তিনি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয় বৃহস্পতিবার (১৯ জুন)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত গায়ক নোবেল ও ওই তরুণীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করে তা আদালতকে জানানোর নির্দেশ দেন।

দেনমোহর ১০ লাখ টাকা। জানা গেছে, কারা ফটকে এই বিয়ে অনুষ্ঠিত হয় উভয়পক্ষের স্বজনদের উপস্থিতিতে। বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া। বিয়ের দেনমোহর ধরা হয় ১০ লাখ টাকা।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার ছিলেন নোবেল উল্লেখ্য, ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে তিনি তার বাসায় আটকে রেখে জোর করে ধর্ষণ করেন।

পরদিন (২০ মে) নোবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত না শেষ হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। সেই মামলার প্রেক্ষিতেই নোবেল এখনো কারাবন্দি অবস্থায় আছেন।

নোবেল,কারাগার,বিয়ে,দেনমোহর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত