‘আমি পাগল নাকি? শাকিব খান আমাদের সম্পদ’ — ভুল বোঝাবুঝির ব্যাখ্যায় জাহিদ হাসান
দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি ‘মেগাস্টার শাকিব খান’ বিশেষণ নিয়ে তার মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শাকিব খানকে শুধু ‘শাকিব খান’ বললেই হয়। ‘মেগাস্টার’ বিশেষণটি তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না, তবে শব্দটা কানে লাগে।’’
এই বক্তব্যে শাকিব ভক্তরা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান। কেউ কেউ বিষয়টিকে অভিনেতা শাকিব খানকে হেয় করার প্রয়াস হিসেবেও ব্যাখ্যা করেন।
তবে বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ার আগেই নিজের বক্তব্য স্পষ্ট করেন জাহিদ হাসান। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি নিজেই তো ছোট মানুষ, তাকে ছোট করব কেন? আমার কথাটা হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কাউকে ছোট করতে চাইনি, এটা আমার উদ্দেশ্য ছিল না।’’
তিনি আরও বলেন, ‘‘আমার বক্তব্যের মূল বক্তব্য ছিল—শাকিব খানের নামই যথেষ্ট। যেমন টম ক্রুজ, শাহরুখ খান বা ম্যারাডোনা—তাদের নামের আগে আলাদা কোনো বিশেষণ লাগে না। শাকিবের ক্ষেত্রেও তাই। সে আমাদের গর্ব, আমাদের সম্পদ। আমরা তার পাশে থাকব, ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে দেখা উচিত নয়।’’
অভিনেতা হিসেবে জাহিদ হাসান বরাবরই বিনয়ী ও স্পষ্টভাষী। তার ব্যাখ্যার পর অনেকেই বিষয়টি নতুনভাবে উপলব্ধি করছেন এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটছে।