ঢাকা রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

‘মা হচ্ছি’ বলেই চমকে দিলেন অঙ্কিতা!

‘মা হচ্ছি’ বলেই চমকে দিলেন অঙ্কিতা!

‘আমি অন্তঃসত্ত্বা’— বলে চমকে দিলেও বাস্তবতা বলছে, এখনই নয়!

টিভি পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে কি সত্যিই মা হতে চলেছেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগী ও নেটিজেনদের মনে। কারণ কিছুদিন আগেই এক অনুষ্ঠানে মজার ছলে অঙ্কিতা বলেছিলেন, “হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা।” আর এতেই শুরু হয়ে যায় জল্পনার ঝড়।

ঘটনাটি ঘটে ‘লাফটার শেফ’ নামের এক শোতে। সেখানেই হঠাৎ করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে চমকে দেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন, অঙ্কিতা ও ভিকির ঘর আলো করে নতুন অতিথি আসছে। তবে পরে অঙ্কিতা ও তার স্বামী ভিকি জৈন নিজেদের ভ্লগে এসে সব পরিষ্কার করেন। তারা জানান, বিষয়টি ছিল শুধুই রসিকতা। এখনই মা হচ্ছেন না অঙ্কিতা।

ভিকি বলেন, “অনেক দিন ধরেই শুনছি—‘কবে আসছে সন্তান?’ শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, আমাদের পরিবারের লোকেরাও জিজ্ঞেস করেন।”

অঙ্কিতা তখন মজা করে বলেন, “আমি এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত। তবে হ্যাঁ, আলোচনাটা চলছে। সময় হলে সবাইকে জানাব।”

যদিও তারা সরাসরি না বললেও, তাদের কথায় ভবিষ্যতে বাবা-মা হওয়ার ইঙ্গিত স্পষ্ট। অনুরাগীরা তাই আশা ছাড়ছেন না।

২০২১ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। তারপর থেকেই ‘স্মার্ট জুটি’ হিসেবে বেশ জনপ্রিয় তারা। ‘বিগ বস ১৬’ এবং আরও কিছু রিয়েলিটি শো-তে তাদের রসায়ন নজর কেড়েছে দর্শকের।

অন্তঃসত্ত্বা না হলেও, সন্তান পরিকল্পনা নিয়ে এখনই জোর আলোচনা চলছে লোখান্ডে-জৈন পরিবারে। আর নেটিজেনরাও অপেক্ষায়—কবে আসবে সেই চূড়ান্ত সুখবর?

অঙ্কিতা,অন্তঃসত্ত্বা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত