ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

একঝাঁক তারকা নিয়ে আমেরিকায় ‘আনন্দমেলা’

একঝাঁক তারকা নিয়ে আমেরিকায় ‘আনন্দমেলা’

জুলাই মাসে উৎসবের রঙে রাঙে উঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’। প্রতি বছরের মতো এবারও সেই চেনা উচ্ছ্বাসে সাজছে ‘আনন্দমেলা’। দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ জুলাই। এবার মেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা। লস অ্যাঞ্জেলেসের শহর জুড়ে ছড়িয়ে পড়বে নাচ, গান আর দেশীয় সংস্কৃতির আবেশ। এবার মঞ্চ মাতাতে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, গায়ক আর্নিক ও আবু নাঈম। আছেন অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ ও নীল হুরে জাহান। চিত্রনায়ক জায়েদ খানও আছেন তারকাদলের তালিকায়। থাকছেন নৃত্যশিল্পী আলিফ ও গায়িকা ইচ্ছা। এই আয়োজনে এবারই প্রথম অংশ নিচ্ছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। বহু বছর ধরে প্রবাসীরা এই আয়োজন করে আসছেন। এবার আমিও সেই আনন্দে গলা মেলাতে যাচ্ছি।’ আনন্দমেলার আয়োজক মুহাম্মদ আলী বলেন, ‘এটি একটি নন-প্রফিট আয়োজন। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। এই আনন্দমেলাই হয়ে উঠেছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা।’

‘আনন্দমেলা’,আমেরিকা,তারকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত