ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কিয়ারার পর এবার ডন-৩ এ থাকছেন না ভিলেন চরিত্রের অভিনেতা

কিয়ারার পর এবার ডন-৩ এ থাকছেন না ভিলেন চরিত্রের অভিনেতা

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’-এর কাস্টিং নিয়ে চলেছে বড়সড় রদবদল। কিছুদিন আগে গর্ভধারণের কারণে ছবিটি থেকে সরে দাঁড়ান কিয়ারা আদভানি। এবার নতুন করে খবর এসেছে, ছবির ভিলেন চরিত্রে চুক্তিবদ্ধ থাকা অভিনেতা বিক্রান্ত ম্যাসিও ছবিটি ছেড়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে বরাতে জানা যায়, চরিত্রটির গভীরতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিক্রান্ত। তার মতে, চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় এবং এতে শারীরিক রূপান্তরের প্রয়োজন ছিল, যা তিনি করতে আগ্রহী ছিলেন না। ফলে নির্মাতারা এখন নতুন ভিলেন চরিত্রের জন্য নতুন অভিনেতার খোঁজ শুরু করেছেন।

অন্যদিকে, বর্তমানে আদিত্য রায় কাপুর ও বিজয় দেবরাকোন্ডার নাম নতুন ভিলেন চরিত্রের জন্য আলোচনায় রয়েছে। যদিও এখনও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, শাহরুখ খানের পরিবর্তে এবার ডনের ভূমিকায় থাকছেন রণবীর সিং। এর আগে ২০০৬ সালে প্রথম ‘ডন’ এবং ২০১১ সালে ‘ডন ২’ ছবিতে শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তাই নতুন কাস্টিং নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বেশ তুঙ্গে।

ভিলেন চরিত্রের অভিনেতা,কিয়ারা,ডন-৩
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত