ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জরিমানাসহ ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা পেলেন এমা ওয়াটসন

জরিমানাসহ ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা পেলেন এমা ওয়াটসন

বিখ্যাত ‘হ্যারি পটার’ সিনেমার তারকা এমা ওয়াটসন দ্রুতগতিতে গাড়ি চালানোর দায়ে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞায় পড়েছেন। একইসঙ্গে তাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের একটি আদালত।

সিএনএনের খবরে জানা গেছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে নিজের নীল রঙের অডি গাড়িটি প্রতি ঘণ্টায় ৩৮ মাইল গতিতে চালান। অথচ ওই এলাকায় সর্বোচ্চ গতিসীমা ছিল ৩০ মাইল।

গতকাল বুধবার (১৬ জুলাই) হাই উইকম্ব ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এমা ওয়াটসন শুনানিতে উপস্থিত ছিলেন না। তবে আদালত তার ড্রাইভিং লাইসেন্সে অতিরিক্ত তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করেন, যা আগে থেকে থাকা নয়টি পয়েন্টের সঙ্গে মিলিয়ে মোট ১২ পয়েন্টে পৌঁছায়।

যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী ১২ পয়েন্ট হলে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা কার্যকর হয়।

এমার সঙ্গে একই ধরনের শাস্তি পেয়েছেন তার ‘হ্যারি পটার’ সিনেমার সহ-অভিনেত্রী জো ওয়ানামেকারও। তিনি ম্যাডাম হুচ চরিত্রে অভিনয় করেছিলেন। জো ওয়ানামেকার গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ারে ৪৬ মাইল গতিতে গাড়ি চালানোর সময় ধরা পড়েন, যেখানে সর্বোচ্চ সীমা ছিল ৪০ মাইল।

এমা ওয়াটসন ‘হ্যারি পটার’ সিরিজের হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের বাইরে তিনি নারী অধিকারের পক্ষে কাজ করেন এবং সমাজকর্মেও যুক্ত।

এমা ওয়াটসন,ড্রাইভিং নিষেধাজ্ঞা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত