ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

নো মেকআপ লুকে ফের আলোচনায় ভাবনা

নো মেকআপ লুকে ফের আলোচনায় ভাবনা

সোশ্যাল মিডিয়ায় আগের বিতর্ক সরিয়ে এবার দর্শকের সামনে ‘নো ফিল্টার, নো মেকআপ’ রূপে নিজেকে উন্মুক্ত করে আলোচনায় ফেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তিনটি স্বতঃস্ফূর্ত ছবি শেয়ার করেন, যেখানে মুখমণ্ডলে কোনো মাত্রার মেকআপ বা ফিল্টার নেই। ক্যাপশনে তিনি লিখেছেন:

‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’ ❤️

এই স্বচ্ছ উদ্যোগে তার ভক্ত-অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন মন্তব্য লিখেছেন, ‘আমার ভালো লাগার মতো একজন অভিনেত্রী,’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব মিষ্টি লাগছে।’

আগে বিতর্ক ও সমালোচনা পেছনে ফেলে, ভাবনার এই সাহসিক পদক্ষেপ তাকে পুনরায় প্রশংসায় মেতে উঠিয়েছে। মেকআপ-ফিল্টারের বাইরেও নিজের আসল রূপে নিজেকে তুলে ধরা—এই সাদামাটা সাহসিকতা সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ও ভালোবাসা জোগাচ্ছে।

নো মেকআপ লুক,আলোচনায় ভাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত