ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

১৫০টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী

১৫০টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী

পরিবারের দায়িত্ব এড়াতে অনেকেই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী ও সমাজকর্মী উপাসনা কোনিদেলা। তিনি ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামের একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে ভারত জুড়ে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন।

উপাসনা জানিয়েছেন, শুধু দত্তক নেওয়া নয়, ওই সব বৃদ্ধাশ্রমের প্রতিটি আবাসিক যেন শারীরিক ও মানসিকভাবে ভাল থাকেন, সেটার দিকেও তিনি সরাসরি নজর রাখবেন। বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবারের পাশাপাশি আবাসিকদের মন ভালো রাখার জন্য উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হবে।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উপাসনা বলেন, ‘জীবনের শেষ পর্যায়ে পৌঁছে এদের একটাই চাহিদা—যত্ন ও সম্মান। আমি সেটাই নিশ্চিত করতে চাই। এই বৃদ্ধাবাসগুলি কেবল দাতব্য কেন্দ্র নয়, বরং পরিবারের মতো জায়গা হয়ে উঠুক, সেটাই আমার লক্ষ্য।’

উপাসনা এর আগেও নারী ও শিশুদের নিয়ে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। এবার তার সমাজসেবায় নতুন সংযোজন—বৃদ্ধাশ্রমের দায়িত্ব নেওয়া। তার এই উদ্যোগে খুশি রামচরণ নিজেও।

উপাসনার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। যেখানে সন্তানেরাই মা-বাবাকে ভুলে যান, সেখানে এমন মানবিক পদক্ষেপ অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্য।

রামচরণের স্ত্রী,১৫০টি বৃদ্ধাশ্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত