ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গুরুতর আহত হয়ে হাসপাতালে শাহরুখ, থেমে গেল ‘কিং’ ছবির শুটিং

গুরুতর আহত হয়ে হাসপাতালে শাহরুখ, থেমে গেল ‘কিং’ ছবির শুটিং

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় স্টান্ট পারফর্ম করতে গিয়ে পেশিতে আঘাত পান তিনি। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে শাহরুখ খানকে দ্রুত চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্রের বরাতে জানা গেছে, সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হবে। যদিও শরীরের কোন স্থানে আঘাত পেয়েছেন এবং তা কতটা গুরুতর— সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শাহরুখের টিম থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বলিউড মহলে গুঞ্জন রয়েছে, এই আঘাত খুব গুরুতর নয়। জানা গেছে, গত কয়েক বছর ধরে শাহরুখ খান পেশির যন্ত্রণায় ভুগছেন।

ধারণা করা হচ্ছে, সেই পুরনো সমস্যার কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোটটা তীব্র হয়ে উঠেছে। তবে যেন বড় কোনো জটিলতা না হয়, সেজন্যই তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকের মতে, শাহরুখ খান সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে এক মাসের মতো সময় নিতে পারেন। সে অনুযায়ী, ‘কিং’ ছবির পরবর্তী শুটিং শুরু হতে পারে আগামী সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।

হাসপাতালে শাহরুখ,গুরুতর আহত,গুরুতর আহত হয়ে হাসপাতালে শাহরুখ, থেমে গেল ‘কিং’ ছবির শুটিং,‘কিং’ ছবির শুটিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত