ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মা হয়ে কিভাবে অন্য মায়ের কষ্ট সহ্য করি, প্রশ্ন বর্ষার

মা হয়ে কিভাবে অন্য মায়ের কষ্ট সহ্য করি, প্রশ্ন বর্ষার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। এই মর্মান্তিক দুর্ঘটনা সারাদেশকে কাঁদিয়ে তুলেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনার গভীর আঘাত অনুভব করেছেন তারকারাও।

চিত্রনায়িকা বর্ষা, যিনি নিজেও একজন মা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তার শোক, দুঃখ ও ক্ষোভ।

বর্ষা লিখেছেন, ‘একটা মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন?’ নিজের সন্তান আরিজ আবরারকে স্কুলে দিয়ে আসার পর প্রতিদিন মায়ের মন যে উদ্বেগে থাকে, সেই অনুভবের কথাও জানান তিনি।

এই অভিনেত্রী লেখেন, ‘আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে, ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন।’

তিনি আরও বলেন, ‘জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ আমাদের সতর্ক থাকতে বলেছেন।’

এফবিতে দেওয়া নিজের আবেগঘন স্ট্যাটাসে তিনি সাম্প্রতিক আবহাওয়ার চরম পরিবর্তন, বারবার ঘটতে থাকা দুর্ঘটনা এবং অব্যবস্থাপনার দিকেও ইঙ্গিত দেন। বিশেষ করে শহরের ভেতর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বর্ষার ভাষ্য, ‘আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়াকরে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই, কিন্তু একজন মানুষের জীবনের অনেক অভাব।’

তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, ‘কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন?’

শেষে আল্লাহর কাছে প্রার্থনা করে বর্ষা লিখেন, ‘হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন। আমিন।’

বর্ষার এই বক্তব্য এখন হাজারো মায়ের অনুভূতির প্রতিচ্ছবি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সন্তান হারানোর ভয়, শোক ও অসহায়ত্ব—তার প্রতিটি শব্দে যেন একত্রে উচ্চারিত হচ্ছে সব মায়ের কণ্ঠে।

মা,বর্ষা,মায়ের কষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত