বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি নিজের অভিনীত সিনেমা দেখতে একদমই পছন্দ করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি আমার নিজের সিনেমা খুব একটা দেখি না। আমার ভীষণ খারাপ লাগে। আমি সিনেমা দেখি না। আমি পাঠক, পড়তে ভালোবাসি।’
অভিনয় জীবনে একের পর এক হিট ছবি উপহার দিলেও নিজেকে পর্দায় দেখতে অস্বস্তি বোধ করেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে নিজের দুটি ছবিকে আবারও প্রেক্ষাগৃহে দেখতে চান তিনি। ছবিগুলো হলো ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘প্যায়ার তো হোনা হি থা’।
এছাড়া শিগগিরই কাজল আসছেন একটি টক শো নিয়ে—‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। যেখানে তিনি এবং টুইঙ্কল খান্না একসঙ্গে বলিউড তারকাদের নিয়ে জমজমাট আড্ডা দেবেন।