ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরার বিমান দুর্ঘটনা: শোক জানিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

উত্তরার বিমান দুর্ঘটনা: শোক জানিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

স্মরণকালের ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬৫ জন। এ মর্মান্তিক ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

এই শোক শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি—এবার সেটি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি বাংলাদেশের এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ুমনা লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’ বার্তার সঙ্গে তিনি লাল-সবুজ পতাকার ইমোজি ও ভালোবাসার প্রতীকও জুড়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি ও ভবনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিল বলে জানা গেছে, যাদের অনেকেই এই দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় সারাদেশের মানুষ শোকাহত। সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের জনপ্রিয় তারকাও।

পাকিস্তানি অভিনেত্রী,শোক,বিমান দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত