উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হৃদয়বিদারক দুর্ঘটনায় রূপ নেয়। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন। তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের হতাহতের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শোকাবেগে ভরা প্রতিক্রিয়ার ঢল। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
সেই তালিকায় আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালও। নিজের ব্যথিত মনোভাব প্রকাশ করে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে কোনাল লেখেন:
‘এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দুয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।’
কোনালের এই শোকবার্তা অনেকেই শেয়ার ও মন্তব্য করে নিজেদের সমবেদনা জানিয়েছেন। নেটিজেনদের অনেকেই উল্লেখ করেছেন, এই দুর্ঘটনা শুধু একাধিক পরিবার নয়, পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।