ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

"সমালোচনায় কষ্ট পাই, আমি তো মানুষই" — আইনা আসিফ

পাকিস্তানের জনপ্রিয় কিশোর অভিনেত্রী আইনা আসিফ শুধু নিজ দেশে নয়, বাংলাদেশের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে। মাত্র ১৬ বছর বয়সেই তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন একাধিক নাটকে কাজ করে।

তবে জনপ্রিয়তার পাশাপাশি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যও শুনতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা ভাবে সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন আইনা।

তিনি বলেন, “একজন পাবলিক ফিগার হিসেবে আপনাকে সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ইতিবাচক সমালোচনা গ্রহণ করি, তবে কখনো কখনো নেতিবাচক মন্তব্য পড়ে কাঁদি। আমি দেখতে হয়তো খুব ভালো না, নেতিবাচক মন্তব্যগুলো সত্যিই কষ্ট দেয়।”

আইনা জানান, “মানুষ আমার চেহারা নিয়ে উপহাস করে, যেন একজন অভিনেত্রী হওয়ার মানে শুধু সৌন্দর্যের মানদণ্ডে মাপা। কিন্তু অভিনয় মানে প্রতিভা। আপনি চেহারা বদলাতে পারবেন না, এবং আমি মনে করি না কাউকে এই জন্য বিচার করা উচিত।”

তবে সব সমালোচনার মাঝেও থেমে নেই আইনা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি সময়ের সঙ্গে নিজের উন্নতি করতে চাই। তবে একই সঙ্গে চাই মানুষ আরও সদয় হোক।”

অভিনয়ে তার শুরুটা হয়েছিল শিশু মডেল হিসেবে, পরে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয়তা পান। ২০২১ সালে ‘পেহলি সি মহব্বত’ নাটকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। এরপর ‘হাম তুম’, ‘পাঞ্জরা’ এবং ‘মায়ি রি’ নাটকে কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করেন।

বর্তমানে তিনি ‘পারুয়ারিশ’ নাটকে অভিনয় করছেন, যেখানে তার চরিত্র ও অভিনয় দক্ষতা আবারও প্রশংসিত হচ্ছে।

আইনা আসিফ,সমালোচনা,পাকিস্তান,অভিনেত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত