অনলাইন সংস্করণ
১৫:০৬, ২৯ জুলাই, ২০২৫
বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর অপব্যবহারও। তারকাদের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে এআই প্রযুক্তিতে তৈরি করা মিথ্যা ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নিয়মিত।
এই সমস্যায় এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভক্ত-অনুরাগীদের সতর্ক করেন এসব ভুয়া ছবি-ভিডিও নিয়ে। পাশাপাশি যারা ইচ্ছাকৃতভাবে এসব ছড়াচ্ছেন, তাদেরও সতর্ক করে দেন।
সাদিয়া লেখেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।’
তিনি মনে করেন, এটাই হয়তো তাদের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এতে তাদের নিচু মানসিকতা এবং সস্তা চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অনেক মানুষ এখনো বুঝতে পারেন না এসব ছবি-ভিডিও আসল না নকল। অভিনেত্রী বলেন, ‘২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো “এআই” চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!’
তিনি আরও লেখেন, ‘ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে।’
সাদিয়ার অনুরোধ, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ—যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং ব্লক করে দিন।’
সবশেষে তিনি জানান, এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি যথাযথ আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি সামাল দেওয়া হবে।
এআই প্রযুক্তি যেমন সুবিধা দিয়েছে, তেমনি এর অপব্যবহার নিয়েও শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। তাই সচেতনতা গড়ে তোলার উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।