ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সহকর্মীদের ট্রলের শিকার বাঁধন

সহকর্মীদের ট্রলের শিকার বাঁধন

ছাত্র আন্দোলনের সময় থেকে বরাবরই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে নেমে, সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্মতা প্রকাশ করে তিনি বারবার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে এবার সেই অভিনেত্রীকেই পড়তে হলো সমালোচনার মুখে—তা-ও আবার সহকর্মীদের কাছ থেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বাঁধনের কিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব রুমিন ফারহানা ও ভিপি নূরের পাশে দেখা যায়। সেই ছবি ঘিরে শুরু হয় ব্যাপক ট্রল ও কটাক্ষ। এবং আশ্চর্যের বিষয়, এই ট্রলের পেছনে শোবিজ অঙ্গনের কিছু পরিচিত মুখও রয়েছেন বলে অভিযোগ বাঁধনের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাঁধন। তিনি লিখেছেন, "আমার কিছু সহকর্মী নির্মম ও নির্দয়ভাবে আমাকে আক্রমণ করছে। তারা এমন কেউ নয় যাদের আমি চিনতাম না—বরং একসময় যাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছি, কাজ করেছি, বিশ্বাস করেছি। অথচ আজ তারাই আমাকে অপমান করতে উঠে পড়ে লেগেছে।"

বাঁধন আরও বলেন,"রুমিন ফারহানা আর ভিপি নূরের পাশে দাঁড়িয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি! এমনকি শেখ হাসিনার সঙ্গে পুরনো ছবি ছড়িয়ে দিয়ে গল্পকে ঘুরিয়ে বলা হচ্ছে। তারা গালি দিচ্ছে, আমি যে আদর্শের পক্ষে ছিলাম তা নিয়েও কটাক্ষ করছে।"

সবচেয়ে কষ্ট দিয়েছে যেটা, তা স্পষ্ট করে বাঁধন বলেন, "যারা আমার ঘনিষ্ঠ ছিল, তারাই আজ হিংস্র হয়ে উঠেছে। ঘৃণা এতটাই বেড়েছে যেন তা না উগড়ে দিলে দমবন্ধ হয়ে যাবে!"

তিনি আরও যোগ করেন, "কী ভয়ঙ্কর সমাজে বাস করছি আমরা! যেখানে মতভেদ মানেই বিদ্বেষ, ভিন্নমত মানেই অপমান। রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়! এটি হৃদয়বিদারক, ভয়ংকর এবং অত্যন্ত লজ্জার!"

বাঁধনের এই আবেগমিশ্রিত পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বাঁধন,শিকার,ট্রল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত