ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভীতসন্ত্রস্ত সারা আলি খান

ভীতসন্ত্রস্ত সারা আলি খান

কিছু দিনের ব্যবধানে আবারও টানা বৃষ্টিতে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড। প্রায় ১২,৬০০ ফুট উঁচুতে হয় মেঘভাঙা বৃষ্টি। তার জেরেই হড়পা বানে ভেসে গেছে উপত্যকা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে গেছে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেল। বিপর্যের হাড়হিম করা বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। এই ভিডিও দেখে সন্ত্রস্ত সারা আলি খানও। বিধ্বস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী।

সারার অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তার প্রথম ছবি ‘কেদারনাথ’ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি। তার পর থেকে সারা প্রায়ই কেদারনাথ যান, মহাদেবের পুজো করেন। তাই বিপর্যস্ত উত্তরাখণ্ডকে দেখে আবেগপ্রবণ অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘উত্তরাখণ্ডের ঘটনায় যাদের জীবন বিপর্স্ত হয়ে পড়েছে, তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে এই মুহূর্তে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।’ উত্তরকাশী জেলার আপৎকালীন কেন্দ্র থেকে বিপর্যস্তদের জন্য কিছু ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সারা নিজের সমাজমাধ্যমে সেই নম্বরগুলো ভাগ করে নেন। এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণ গেছে এই বিপর্যয়ে। ১৩০ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। শুধুই হড়পা বান নয়। উপর থেকে ভেসে আসে কাদার স্রোত। যার ফলে বিপর্যের প্রভাব বেড়ে যায় কয়েক গুণ।

ভীতসন্ত্রস্ত,সারা আলি খান,অভিনয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত