ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিরবের ফটোশ্যুটে নতুন মুখ ইভা চৌধুরী

নিরবের ফটোশ্যুটে নতুন মুখ ইভা চৌধুরী

চিত্রনায়ক নিরবের সঙ্গে ফটোশুটের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেন নতুন মুখ ইভা চৌধুরী। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভাসাভি’র নতুন কালেকশনের ফটোশ্যুটে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই এক্সক্লুসিভ ফটোশুটটি প্রকাশিত হবে বাইফা ম্যাগাজিন-এ।

দীর্ঘদিন ধরে ভাসাভির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন নিরব। এর আগেও তিনি কলকাতা ও বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ফটোশুট করেছেন। তবে এবারই প্রথম, একেবারে নতুন একজন মডেল—ইভা চৌধুরীকে সঙ্গে নিয়ে কাজ করলেন তিনি।

এই ফটোশুটটির নির্দেশনায় ছিলেন খ্যাতনামা ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি এবং মেকআপ করেছেন সাজ্জাদ হোসেন পিয়াস।

নিরব বলেন, বাইফা ম্যাগাজিনের জন্য এই ফটোশুটের প্রস্তাব পেয়ে না করতে পারিনি। বাইফা অ্যাওয়ার্ড আমাদের দেশের শিল্পী ও সিনেমাপ্রেমীদের কাছে সম্মানের জায়গায় আছে। ইভা নতুন হলেও সে সাবলীল এবং পরিশ্রমী। মন দিয়ে কাজ করলে শোবিজে ভালো অবস্থান তৈরি করতে পারবে।

ইভা চৌধুরীও অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, শোবিজে কাজ করার তীব্র ইচ্ছা থেকেই মডেলিংয়ে আসা। ক্যারিয়ারের শুরুতেই নিরব ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো। আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। ভবিষ্যতে ভালো কাজের প্রস্তাব পেলে নিয়মিত অভিনয় করতে চাই।

ইভা চৌধুরী,ফটোশ্যুট,নিরব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত