অনলাইন সংস্করণ
২১:৫৩, ০৮ আগস্ট, ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তুবা আনোয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেব্রিটিদের প্রতি অবহেলা এবং ট্রোলিংয়ের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি সবাইকে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে বলেন, ‘সেলেব্রিটি হওয়া মানেই কেউ যেকোনো অবমাননাকর কথা বলার অধিকার পায় না।’
জিও এন্টারটেইনমেন্টের নাটক সিরিজ ‘মোহরা’-র মাধ্যমে পরিচিত তুবা আনোয়ার ও তার সহঅভিনেতা আগা আলি সম্প্রতি জিও ডিজিটালের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নেতিবাচক মন্তব্যগুলো মানসিক স্বাস্থ্যকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।
তুবা বলেন, ভালো মন্তব্যের মাঝে কিছু সময় খারাপ মন্তব্য আসতে পারে, যা সহ্য করা কঠিন।
তুবা আরও প্রশ্ন তোলেন, কীভাবে কেউ সেলেব্রিটির নামে অবমাননাকর কথা বলার অধিকার পায়? তিনি জানান, নেতিবাচক মন্তব্যের জবাব দিলে মানুষ সেলেব্রিটিদের ‘রুক্ষ ও অহংকারী’ বলে অভিহিত করে।
অভিনেতা আগা আলি বলেন, যারা ট্রোল করে তাদের মনে রাখা উচিত, একদিন অবশ্যই আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। তাই ভাষায় সতর্ক হওয়া জরুরি।
তারা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মান বজায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার গুরুত্ব তুলে ধরেন এবং আহ্বান জানান, সেলেব্রিটিদের প্রতি অহেতুক অবজ্ঞাসূচক আচরণ বন্ধ করে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।