ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানসিক প্রতিবন্ধীর চরিত্রে সামিরা খান মাহি

মানসিক প্রতিবন্ধীর চরিত্রে সামিরা খান মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আবারও প্রমাণ করলেন, চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে বদলে নিতে দ্বিধা করেন না। সম্প্রতি ‘বকুল ফুল’ নামের একটি নাটকে মানসিক প্রতিবন্ধী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নাটকটির কয়েকটি স্থিরচিত্র প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।

প্রিয় তারকাকে এমন লুকে দেখে অবাক হয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, “এটাই মাহির ক্যারিয়ারের সেরা কাজ।” কেউ আবার মন্তব্য করেছেন, “এই নাটকের জন্য মাহিকে পুরস্কার দেওয়া উচিত।”

মাহি নিজেও এই কাজটিকে নিজের অভিনয় জীবনের বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। তিনি বলেন, “‘বকুল ফুল’ আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। মানসিকভাবে অসুস্থ এক মেয়ের চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। কিন্তু এই চরিত্র আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে—শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও।”

পরিচালক ইমরাউল রাফাতকে কৃতজ্ঞতা জানিয়ে মাহি বলেন, “তিনি আমার ওপর আস্থা রেখেছেন বলেই এমন চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। এই মেয়েটার গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

নাটকটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

ছোটপর্দা,জনপ্রিয়,সামিরা খান মাহি,অভিনেত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত