ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসপাতালে পরীমণি ও তাঁর পরিবার

হাসপাতালে পরীমণি ও তাঁর পরিবার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট ও জ্বরজনিত সমস্যায় চিকিৎসকের পরামর্শে ভর্তি হন তিনি। শুধু তাই নয়, তাঁর ছেলে ও মেয়ে দুজনেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পরীমণির একমাত্র কন্যা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। এই খবরটি জানিয়ে সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমণি নিজের ফেসবুক পেজে লেখেন, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!”

কিছুদিন ধরে পরীর ছেলে পদ্ম জ্বরে ভুগছিলেন। রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিক অবস্থা খারাপ হলে মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে তাৎক্ষণিক ভর্তি করান।

ভক্তদের উদ্দেশ্যে পরীর পোস্ট

এর আগে পরীমণি ছেলের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার ছেলে পদ্ম ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে।” তবে সে সময় নিজের অসুস্থতা কিংবা মেয়ের বিষয়ে কিছু জানাননি তিনি।

পরীমণি,হাসপাতাল,পরিবার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত