অনলাইন সংস্করণ
১৩:২৮, ১৯ আগস্ট, ২০২৫
অভিনয় দিয়ে দর্শককে সম্মোহিত করার ক্ষমতা যাদের আছে তাদের মধ্যে অন্যতম রুনা খান। পর্দায় চরিত্রকে জীবন্ত করতে জুড়ি নেই তার। এবার এ অভিনেত্রীকে দেখা যাবে সিনেমার নায়িকার চরিত্রে। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর ‘চলচ্চিত্র : দ্য সিনেমায় নায়িকা হয়ে ধরা দেবেন অভিনেত্রী।ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেতা হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। অপেক্ষায় থাকি এমন চরিত্রের। এ চরিত্রটিও তেমন।’
তিনি বলেন, ‘চলচ্চিত্র: দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়।’ সামনে শীতে শটিং শুরু হবে বলে জানান অভিনেত্রী। নাটক, ওটিটি, সিনেমা সর্বত্রই অভিনয়ের সুবাস ছড়ান রুনা খান। গত ঈদে ওটিটি মাধ্যম ছিল যেন রুনাময়। কেননা তিনটি ওয়েব কনটেন্ট পায় তার। মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর তিনটি সিনেমা। সেগুলো হচ্ছে মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।