অনলাইন সংস্করণ
২২:১৪, ১৯ আগস্ট, ২০২৫
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বয়স নিয়ে কটাক্ষের শিকার হন নিয়মিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী জানান, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে সমালোচনা করেন। এ ধরনের মন্তব্য তার খারাপ লাগলেও তিনি তা উপেক্ষা করার চেষ্টা করেন।
মালাইকা বলেন, ‘অনেকেই আমাকে ‘বুড়ি’ বলে। কাউকে এসব কথা কীভাবে বলা যায়! মাঝেমধ্যে খারাপ লাগে ঠিকই। কিন্তু আমি জানি, এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাকেই দেখে। ভেতরের সংবেদনশীল মানুষটিকে কেউ দেখে না।’
তিনি আরও জানান, বয়স নিয়ে নেতিবাচক মন্তব্য তাকে আঘাত করলেও তিনি ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করেন। সমালোচকদের উদ্দেশে মালাইকার বক্তব্য, ‘আপনারা যা খুশি বলতে পারেন। এতে আমার কোনও অসুবিধা নেই।’
অভিনেত্রীর সবচেয়ে বড় অনুপ্রেরণা তার ছেলে আরহান খান। তাকে পাশে পেয়ে তিনি আশ্বস্ত বোধ করেন।
মালাইকা বলেন, ‘আমার ছেলে আমার সবচেয়ে বড় ভরসা। সবসময় আমাকে বোঝায়—কে কী বলল, তাতে কিছু যায় আসে না। তুমি কেন মন খারাপ করবে?’