ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বয়স শুধু সংখ্যা: কুসুম শিকদারের নতুন রূপে মুগ্ধ ভক্তরা

বয়স শুধু সংখ্যা: কুসুম শিকদারের নতুন রূপে মুগ্ধ ভক্তরা

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার বহুদিন ধরেই অভিনয়গুণ ও সৌন্দর্যে দর্শকের হৃদয় জয় করে রেখেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার নতুন কিছু ছবি। সেখানে বেগুনি রঙের পোশাকে হাসিমুখে ও আবেদনময় ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলো ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। এক নেটিজেন লিখেছেন, “বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।” অসংখ্য ভক্ত এই মন্তব্যে সহমত প্রকাশ করেছেন। ৪৩ বছর বয়সী কুসুম শিকদার বয়স আড়াল করেন না। তার ভাষায়, স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো প্রভাব পড়েনি। বরং প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

কিছু সময় দর্শকের চোখের আড়ালে থাকলেও সম্প্রতি নতুন উদ্যমে কাজের দুনিয়ায় ফিরেছেন কুসুম। অভিনয়ের পাশাপাশি তার গ্ল্যামার ও ব্যক্তিত্ব তাকে আবারও লাইমলাইটে জায়গা করে দিয়েছে।

ভক্ত,কুসুম শিকদার,বয়স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত