অনলাইন সংস্করণ
১৫:০৫, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বলিউড অভিনেত্রী ও পতৌদি পরিবারের কন্যা সোহা আলি খান সম্প্রতি জানিয়েছেন ইতালিতে তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে তিনি একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েন।
সম্প্রতি এক পডকাস্টে যোগ দিয়ে সোহাকে প্রশ্ন করা হয়, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে তিনি জানান, ইতালিতে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির শিকার হয়েছিলেন তিনি।
সোহা বলেন, ‘এটা ঘটেছিল ইতালিতে। আর সেটি ঘটেছিল প্রকাশ্যে, দিবালোকেই। আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’
অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার পর তিনি এতটাই হতবাক হয়ে পড়েন যে কিছুক্ষণ কিছুই বলতে পারেননি।
সোহা আরও জানান, তার পরিচয় ও সামাজিক অবস্থান তাকে অনেক সময় বিপদ থেকে রক্ষা করেছে। তবে সাধারণ নারীরা, বিশেষ করে যারা প্রতিদিন গণপরিবহন ব্যবহার করেন, তারা প্রতিনিয়ত এ ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হন।
তিনি বলেন, ‘আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা প্রতিদিন অনেক নারীকে সহ্য করতে হয়।’