ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট সৃজিত মুখার্জির

বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট সৃজিত মুখার্জির

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি একের পর এক ভিন্নধারার সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে সাফল্যের মাঝেও বাবার অভাব তাকে ভীষণ কষ্ট দেয়। বাবার জন্মদিনে সামাজিকমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করে বাবাকে স্মরণ করেছেন তিনি।

সৃজিত জানান, তার ছবি এক যে ছিল রাজা মুক্তির পরপরই বাবাকে হারিয়েছিলেন। জন্মদিনে বাবার পুরোনো ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে গেলে।’

ইতিহাসপ্রেমী বাবার কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে অনেক ছবি তুমি উপভোগ করতে পারতে। এরমধ্যে আছে গুমনামি, পদাতিক, লহ গৌরাঙ্গের নাম রে ও এম্পারার ভার্সেস শরৎচন্দ্র।’

সৃজিত লিখেছেন,‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে দেখা হবে। আপাতত শুভ জন্মদিন।’

এ বছর পূজায় বড়পর্দায় তার ছবি মুক্তি না পেলেও হইচই প্ল্যাটফর্মে আসছে ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে। এ ছাড়া চলতি ডিসেম্বরে মুক্তি পাবে লহ গৌরাঙ্গের নাম রে এবং আগামী ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে এম্পারার ভার্সেস শরৎচন্দ্র।

সৃজিত মুখার্জি,পোস্ট,বাবা,আবেগঘন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত