অনলাইন সংস্করণ
১২:৪৪, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসার ভাঙছে—এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। যদিও প্রতিবারই সেই খবর উড়িয়ে দেওয়া হয়েছে। দম্পতি সংসার ভাঙার কথা ভাবছেন না, বরং সুখেই একসঙ্গে আছেন। তবে এ নিয়ে তারা দুজনের কেউ প্রকাশ্যে কিছু বলেননি।
সম্প্রতি শোনা যাচ্ছিল, বচ্চনবাড়ি নয়, বরং নিজের বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। এ নিয়ে জল্পনা তৈরি হলে মুখ খুললেন বলিউড পরিচালক প্রহ্লাদ কক্কড়। তিনি জানান, আসলে ঐশ্বরিয়ার মা অসুস্থ থাকায় মেয়ের দায়িত্বেই সময় কাটাচ্ছেন তিনি।
প্রহ্লাদ বলেন, প্রতিদিনই ঐশ্বরিয়া মাকে দেখতে যেতেন। সকালে মেয়ে আরাধ্যাকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি মায়ের কাছে থাকতেন। স্কুল ছুটির পর আবার আরাধ্যাকে নিয়ে বাসায় ফিরতেন।
এদিকে অনেকেই বলছেন, জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। তবে প্রহ্লাদ এসব গুঞ্জন উড়িয়ে দেন। তার ভাষায়, “এতে কী হয়েছে! তিনি এখনও বচ্চন পরিবারের বউ। সংসারও সেটিই। বিবাহবিচ্ছেদের এসব গুজব একেবারেই ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “অভিষেক মাঝেমধ্যেই আসতেন ঐশ্বরিয়ার মাকে দেখতে। বিচ্ছেদ হলে কি আসত? তাই এসব গুজবকে কখনও পাত্তা দেওয়া হয়নি।”