অনলাইন সংস্করণ
১৭:১৩, ০৭ নভেম্বর, ২০২৫
অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ সুখবরটি নিশ্চিত করেছেন ভিকি কৌশল।
ভিকি তার পোস্টে লিখেছেন, “আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।” এর সঙ্গে তিনি যুক্ত করেছেন একটি হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি।
চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড অঙ্গনে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা এবং তীর্থস্থানে যাওয়া— এসব কারণেই গুঞ্জন আরও জোরালো হয়।
গত সেপ্টেম্বর মাসে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
বলিউডের এই জনপ্রিয় দম্পতির ঘরে নতুন অতিথির আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে চলছে অভিনন্দনের জোয়ার। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী শিল্পীরাও।