ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সবাই আমাকে প্রোডাক্ট করে তুলেছিল

সবাই আমাকে প্রোডাক্ট করে তুলেছিল

একটা সময় ছিল যখন টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। চলতি বছর দুর্গাপূজার সময় প্রসেনজিৎ অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিটি আরও একাধিক ছবির সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতার করেছিল। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে চিন্তিত থাকলেও, প্রসেনজিৎ ছিলেন নীরব। তিনি জানিয়েছিলেন, এই বিষয়টিকে তিনি বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ। অভিনেতার একমাত্র লক্ষ্য থাকে শুধু নিজের সেরাটা দর্শকদের কাছে তুলে ধরা।

প্রতিযোগিতার প্রসঙ্গে প্রসেনজিৎ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় না আমাকে কেউ কোনো প্রতিযোগিতায় ফেলে। আমি এই সমস্ত প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল যখন আমি এই প্রতিযোগিতায় সামিল হতাম। একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি ছবি করতে পারতাম না কারণ তখন আমার উপরেই সবাই নির্ভর করে থাকত।’

‘তখন প্রসেনজিতের ছবি মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং সব থেকে বড় কথা দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি। আমাকে নায়ক নয় বরং সবাই মিলে আমাকে একটা প্রোডাক্ট করে তুলেছিল। যে ছবিতে প্রসেনজিৎ থাকবে সেই ছবি হিট হবে, আমিও অন্য কোথাও গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারতাম না।’

তার কথায়, ‘আমাকে সবাই মিলে প্রথম করে দিয়েছিল, আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও দ্বিতীয় স্থানে দাঁড়ানোর।’

প্রোডাক্ট,প্রসেনজিৎ চ্যাটার্জি,অভিনেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত