ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শুটিং সেটে অসুস্থ জিতু কামাল

শুটিং সেটে অসুস্থ জিতু কামাল

শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। প্রচণ্ড জ্বর, কাঁপুনি ও বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গেছে, ‘ওরাও মানুষ’ ছবির শুটিং চলাকালে জিতুর শরীর খারাপ হয়। সেটে উপস্থিত সহ-অভিনেতা ও টিম সদস্যদের মধ্যে তখন ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে প্রথমে ডেঙ্গি বা ম্যালেরিয়ার আশঙ্কা করলেও, পরীক্ষা-নিরীক্ষায় সে আশঙ্কা ভুল প্রমাণিত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, জিতুর ফুসফুসে হালকা সংক্রমণ হয়েছে। যেহেতু তিনি দীর্ঘদিন ধরে অ্যাস্থমা ও অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তাই চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

তিন দিনের চিকিৎসার পর রোববার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। আপাতত বাসাতেই বিশ্রামে থাকবেন তিনি।

তবে কবে আবার শুটিংয়ে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, জিতুকে ছাড়াই ‘ওরাও মানুষ’-এর বাকি কাজ আপাতত এগিয়ে নিচ্ছেন নির্মাতারা। ভক্তরা জিতুর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুটিং,অসুস্থ,জিতু কামাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত