ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন অর্চিতা স্পর্শিয়া

সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন অর্চিতা স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আবারও আলোচনায়। অভিনয়ে যেমন পারদর্শী, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিজের মত প্রকাশে সাহসী। সম্প্রতি এক ফেসবুক পোস্টে সমালোচক ও গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অর্চিতা লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। যাকে ছোট করার চেষ্টা করেন, সে ছোট হয় না; আর কাউকে ছোট করে আপনি বড় হন না। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।’

তার বক্তব্যে স্পষ্ট, নারী শিল্পীদের নিয়ে অশালীন মন্তব্য বা গুজব ছড়ানো মানসিক অসুস্থতার পরিচায়ক। তিনি আরও যোগ করেন, ‘কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মনমানসিকতা ও সুশিক্ষার ওপর।’

উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়া প্রথম পরিচিতি পান ‘প্যারাসুট’ তেলের ‘বন্ধু তিন দিন’ বিজ্ঞাপনের মাধ্যমে, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে এয়ারটেল-এর নাটক ‘ইম্পসিবল ৫’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনয়ের জগতে।

নিজের কাজ ও ব্যক্তিত্ব নিয়ে সবসময় খোলামেলা থাকা স্পর্শিয়া আবারও জানিয়ে দিলেন—সমালোচনার মুখেও তিনি থেমে নেই, বরং ইতিবাচক মানসিকতা নিয়েই এগিয়ে যেতে চান।

অর্চিতা স্পর্শিয়া,সমালোচক,অভিনেত্রী,আলোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত