অনলাইন সংস্করণ
১৭:২১, ১২ নভেম্বর, ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ সামান্য অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেও দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন। অতিরিক্ত কাজের চাপ ও মানসিক স্ট্রেসের কারণে গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুতই তাকে মুম্বাইয়ের জুহু এলাকার সাবার্বান হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সেদিন রাতে মারাত্মক মাথাব্যথা ও শারীরিক দুর্বলতা অনুভব করেন অভিনেতা। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবার ও সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে যান। খবরটি প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর বুধবার দুপুরের দিকেই হাসপাতাল থেকে ছাড়া পান গোবিন্দ। হাসপাতাল থেকে বের হয়ে তিনি বলেন, ‘আমি এখন সম্পূর্ণ ভালো আছি। গত কয়েকদিন খুব বেশি কাজ করেছি, তাই শরীর সাড়া দিচ্ছিল না। এখন বুঝেছি—অতিরিক্ত ব্যায়ামের চেয়ে যোগব্যায়াম ও প্রাণায়াম শরীরের জন্য অনেক উপকারী।’
অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানান, মাঝরাতে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সব পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নতুন ডায়েট মেনে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশও দিয়েছেন তারা।
বর্তমানে গোবিন্দ বাসায় আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম নিলে খুব শিগগিরই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।