অনলাইন সংস্করণ
১৭:২৭, ১২ নভেম্বর, ২০২৫
দেশের প্রথম সারির মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।
গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর গেল অক্টোবরের শেষে মিথিলা যোগ দেন থাইল্যান্ডে আয়োজিত মূল প্রতিযোগিতায়। বর্তমানে তিনি বিশ্বের ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে অংশ নিচ্ছেন গ্রুমিং ও প্রস্তুতি পর্বে।
ভোটিং পর্বে এখন পর্যন্ত মিথিলা পেয়েছেন ৭৩ হাজারেরও বেশি ভোট, যার ফলে তিনি বিশ্বের পঞ্চম স্থানে অবস্থান করছেন। এই সাফল্য বাংলাদেশের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। মিথিলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়া সহ বিনোদন অঙ্গনের অনেক তারকা।
আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন, “আমি কাঁদছি... আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি মিথিলা বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রে। ২০১৯ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নাম লেখান তিনি। এছাড়া একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’, ‘ফেস অব এশিয়া ২০১৯’ এবং ‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ’-এর মুকুট অর্জন করেছিলেন এই মডেল।
অতীতের নানা বিতর্ক ও আলোচনাকে পেছনে ফেলে তানজিয়া জামান মিথিলা এখন নিজের নতুন অধ্যায়ে ব্যস্ত—বাংলাদেশের নামকে বিশ্বের সৌন্দর্যের মঞ্চে উজ্জ্বল করে তুলতে।
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে, যেখানে মিথিলার হাতে বাংলাদেশে প্রথমবারের মতো এই মুকুট ওঠার প্রত্যাশায় তাকিয়ে আছেন লাখো ভক্ত।