অনলাইন সংস্করণ
১৭:৪৬, ১৬ নভেম্বর, ২০২৫
আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর ছিল তার জন্য বিশেষ অভিজ্ঞতা। শান্ত পরিবেশ আর দৃষ্টিনন্দন স্থাপত্য তাকে অভিভূত করেছে বলেও জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর আনন্দ দেখে মজা করে জাহির বলেন, তিনি নাকি স্ত্রীকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাননি। এমন মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।
ভ্লগে সোনাক্ষী আরও জানান, তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভ্রমণ ও নতুন সংস্কৃতি ঘুরে দেখা।
অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলেছে। ভিন্নধর্মে বিয়ে করায় শুরুতে তাকে কটাক্ষের মুখোমুখি হতে হলেও পরে এসব নিয়ে আর বিতর্ক তৈরি হয়নি।
শোনা যায়, প্রথমদিকে মেয়ের সিদ্ধান্তে নাখোশ ছিলেন সিনহা পরিবার, তবে এখন সেই পরিস্থিতি বদলে গেছে।