অনলাইন সংস্করণ
১৪:১৩, ১৭ নভেম্বর, ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী দীর্ঘদিন ধরেই লড়ে চলেছেন স্তন ক্যানসারের সঙ্গে। ২০২২ সালে প্রথমবার তিনি নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। শরীরে কোনো ধরনের লক্ষণ না থাকায় বিষয়টি তিনি আগে কখনও টেরই পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নিয়মিত বার্ষিক চেকআপের মাধ্যমেই ধরা পড়ে তার ক্যানসার।
তিনি জানান, ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রতি বছরই মুম্বাইয়ে নিয়মিত চিকিৎসা ও ফলো-আপে যান। মহিমার মতে, গত কয়েক বছরে ভারতে ক্যানসার চিকিৎসায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এখন বিভিন্ন জেনেরিক ওষুধ তুলনামূলক কম দামে পাওয়া যায় এবং ওষুধ কোম্পানিগুলোর সহায়তাও বেড়েছে। পাশাপাশি জনসচেতনতাও বাড়ছে বলে মনে করেন তিনি।
অভিনয়ে অভিষেক হয়েছিল শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পারদেশ’ সিনেমায়। এরপর **‘দাগ: দ্য ফায়ার’, ‘ধাড়কান’, ‘লজ্জা’**সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে জায়গা করে নেন দর্শকের ভালোবাসায়। দীর্ঘ বিরতির পর আবারও তিনি বড়পর্দায় ফিরেছেন ‘দ্য সিগনেচার’ সিনেমার মাধ্যমে।
অসুস্থতার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসা মহিমা চৌধুরীর গল্প এখন অনেকের জন্যই অনুপ্রেরণা—বিশেষ করে নারী স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে।