ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাহির মানবতার আবেদন

মাহির মানবতার আবেদন

অভিনেত্রী সামিরা খান মাহি এক মানবিক আহ্বান জানিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এক অসুস্থ বিড়ালের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। পোস্টটি প্রকাশের পরই তা ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের নজরে আসে। মাহি জানান, ৯ বছর বয়সি একটি পার্সিয়ান জিঞ্জার ক্যাটের ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস, সংক্ষেপে এফআইপি রোগ ধরা পড়েছে, যা গুরুতর এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। গত দুই মাসে বিড়ালটির ওজন ৬.৫ থেকে কমে ২.৫ কেজিতে নেমে এসেছে। চিকিৎসার জন্য টানা ৮৪ দিন জিএস ইনজেকশন দিতে হবে, যার প্রতিটির দাম প্রায় ১৭০০-১৮০০ টাকা, যা সর্বোচ্চ দুই-তিন দিন কার্যকর থাকবে। এছাড়া দৈনিক আরও ইনজেকশন, ওষুধ ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে ৮০০-১০০০ টাকা পর্যন্ত খরচ হবে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসার মোট ব্যয় দাঁড়াতে পারে ৬০ থেকে ৬৫ হাজার টাকা।

বিড়ালটির মালিক বর্তমানে আর্থিক সংকটে থাকায় চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। ধার করে শুধু প্রয়োজনীয় পরীক্ষা ও এক্স-রে করানো হয়েছে। এরপর মাহি তার পোস্টে উল্লেখ করেন, ‘আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। আপনারাও এগিয়ে আসুন। সামান্য অনুদানও এই পরিবারের জন্য খুব বড় সহায়তা হবে। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় বিড়ালটি সুস্থ হয়ে উঠুক- এই আশা থেকেই এ আবেদন।’ তিনি পোস্টটির সঙ্গে আগের ছবি, বর্তমান অবস্থা, প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট যুক্ত করেছেন। পাশাপাশি যারা সাহায্য করতে চান, তাদের জন্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছেন। এরপর মাহি ভক্তদেরও আহ্বান জানান অসহায় প্রাণীটিকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য।

মাহি,মানবতা,আবেদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত