ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বমঞ্চে টপ–২০-এ উঠতে ভোট চান জেসিয়া ইসলাম

বিশ্বমঞ্চে টপ–২০-এ উঠতে ভোট চান জেসিয়া ইসলাম

২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে রাতারাতি আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। তবে ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে। দেশের শোবিজ অঙ্গনে তেমনভাবে প্রতিষ্ঠিত হতে না পারলেও, এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন এই মডেল–অভিনেত্রী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’–এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জেসিয়া। আর সেরা সুন্দরীদের দৌড়ে টিকে থাকতে প্রথম ধাপেই টপ–২০–এ জায়গা করে নিতে চান তিনি। এ লক্ষ্যেই ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া ইসলাম।

বার্তায় তিনি বলেন—“হ্যালো, আমি জেসিয়া ইসলাম। মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এ আপনাদের সাপোর্টেই আরও এগিয়ে যেতে পারি, টপ–২০-এ জায়গা করে নিতে পারি।”

তিনি আরও জানান, ভোট দিতে হলে ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোট কাউন্ট হবে। প্রথম ভোট সবার জন্য ফ্রি— তাই পরিবার–বন্ধুদেরও ভোট দিতে উৎসাহিত করার অনুরোধ জানান তিনি।

এ প্রতিযোগিতাকে কেবল নিজের লড়াই হিসেবে দেখছেন না জেসিয়া। তার ভাষায়—“জিতলে শুধু আমি জিতব না, জিতবে পুরো বাংলাদেশ। সবাই আমাকে সাপোর্ট করবেন— এই আশা রাখছি।”

শোবিজ ক্যারিয়ারে জেসিয়া মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন নাটক ও সিনেমায়। ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মানসিক থ্রিলার ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এছাড়া ‘মাসুদ রানা–৯’ ছবিতে এজেন্ট চরিত্রেও অভিনয় করেছেন।

ব্যক্তিজীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন জেসিয়া। বিশেষ করে ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে তার সম্পর্ক ও এক রাতে ঘটে যাওয়া সড়কঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়েছিল।

সব বিতর্ক পেছনে ফেলে এবার নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে চাইছেন জেসিয়া— আর সেই পথেই সবার সমর্থন চেয়েছেন তিনি।

জেসিয়া ইসলাম,ভোট,বিশ্বমঞ্চে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত