ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোশ্যাল মিডিয়ার বাজে মন্তব্যে শাস্তির দাবি হুমা কুরেশির

সোশ্যাল মিডিয়ার বাজে মন্তব্যে শাস্তির দাবি হুমা কুরেশির

বলিউডে অভিনেত্রীদের একের পর এক ট্রল, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা নতুন নয়। সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তারকাদের নিয়ে অশালীন মন্তব্যের মাত্রা আরও বেড়েছে। এবার এ নিয়ে কড়া বক্তব্য রাখলেন অভিনেত্রী হুমা কুরেশি। তার দাবি—বাস্তবে নারীদের হয়রানি করলে যে শাস্তি হয়, অনলাইনে একই ধরনের মন্তব্য করলেও সেই শাস্তি প্রযোজ্য হওয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা বলেন, “সোশ্যাল মিডিয়ায় কেউ বিকিনি পরা ছবি দিতে বলেন, আবার ছবি দিলে লেখেন— ‘এগুলো কী?’ এই দ্বিচারিতা বিরক্তিকর ও দুঃখজনক। রাস্তায় কোনো নারীকে কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই আচরণ করলেও একই শাস্তি হওয়া উচিত।”

তিনি আরও যোগ করেন, “মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠালে তারও শাস্তি হওয়া জরুরি। নারীরা কী পোশাক পরছেন, কীভাবে জীবনযাপন করছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করতে হবে।”

হুমার এই অবস্থানের সঙ্গে একমত হয়েছেন বহু নারী-পুরুষ। তাদের মতে, যেকোনো মাধ্যমে হয়রানি—অনলাইন হোক বা অফলাইন—অত্যন্ত নিন্দনীয়। তাই এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা জরুরি।

এ মুহূর্তে অভিনয়জীবনেও সফলতা পাচ্ছেন হুমা কুরেশি। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ ও ‘মহারানি ফোর’ সিরিজ দুইটি দর্শক-সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে।

হুমা কুরেশি,মন্তব্যে,শাস্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত