
‘মিস ইউনিভার্স’ অর্গানাইজেশনের স্বত্বাধিকারী ও থাই ধনকুবের অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত মঙ্গলবার আর্থিক দুর্নীতির অভিযোগে থাইল্যান্ডের একটি আদালত এই নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, অ্যান জাকাপংয়ের কোম্পানি জেকেএন গ্লোবাল গ্রুপের (JKN Global Group) বিরুদ্ধে স্টক মার্কেটে আর্থিক লেনদেন সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে উৎসাহি করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং অর্থ ফেরতের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একজন মামলা দায়ের করেন।
প্রতারণার শিকার ওই ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে থাই আদালত জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে অক্ষম জেনেও বিনিয়োগে উৎসাহিত করেছিলেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত। গত মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।