ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জলপাই বাগানে প্রকৃতির সজিবতায় বুবলী

জলপাই বাগানে প্রকৃতির সজিবতায় বুবলী

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমাতে অভিনয় করেই বাজিমাত করেন তিনি। ‘বসগিরি’ সিনেমা রাতারাতি তাকে পরিচিতি এনে দিয়েছে। যিনি একটা সময় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন, এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রুপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমেও বেশ সরব উপস্থিতি রয়েছে তার।

সমপ্রতি সামাজিকমাধ্যমে নিজের যাপিতজীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে জানান দিয়েছেন জলপাই বাগানে তার বিচরণ।

সামাজিক মাধ্যমে ছবিগুলোতে দেখা গেছে, পেস্ট রঙের জামা ও খোলা চুলে মিষ্টি হাসিতে জলপাই নিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। যেন প্রকৃতির সজীবতার সঙ্গে মিশে গেছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন- ‘টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।’

অভিনেত্রীর সেই ছবি ও মন্তব্য সামাজিকমাধ্যমে প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। অনেকেই জলপাইয়ের প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন- জলপাই একটা লোভনীয় খাবার, কম বেশি সবারই লোভ জাগে দেখলে। আরেক নেটিজেন নায়িকার রূপে মুগ্ধ হয়ে লিখেছেন- ‘জলপাইটা আপনার মতোই দেখতে আপু।’

বুবলী,জলপাই,বাগান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত