ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘প্রযোজক চাইলে তবে শাকিবের সঙ্গে দেখা যাবে’

‘প্রযোজক চাইলে তবে শাকিবের সঙ্গে দেখা যাবে’

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অভিনেত্রী। কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে কিং শাকিব খান প্রসঙ্গ। তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন অভিনেত্রী। এর আগে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি অর্ধশতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙনের পর আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন, আবারও কি এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে?- এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার ও মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই।

তিনি বলেন, আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি। তাই আপনাদের এ ইচ্ছার বিষয়ে বলতে চাই- যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে। শাকিবের প্রশংসা করে অভিনেত্রী বলেন, আমি আর শাকিব ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে। ‘দুর্বার’ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে এ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী ‘দুর্বার’ সিনেমায় অভিনেত্রীর ফার্স্টলুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপু বিশ্বাসের রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনও দেখা যায়নি। এ সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এর উত্তর আপাতত আমারও অজানা। যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখনই দর্শকরা সব জানতে পারবেন।

প্রযোজক,শাকিব,অভিনেত্রী,অপু বিশ্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত