অনলাইন সংস্করণ
১৫:২৭, ২৮ জানুয়ারি, ২০২৬
ওটিটি এখন বিশ্বজুড়েই বেশ সমাদৃত। বাংলাদেশও তার বাইরে নয়। দেশের দর্শক এখন এই মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠেছেন। এরমধ্যে দেশে গড়ে উঠেছে বেশ ক’টি ওটিটি মাধ্যম। যার সঙ্গে যুক্ত হলো নতুন নাম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ‘দোয়েল’ কর্তৃপক্ষ। গত সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। যাতে হাজির ছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। তার গান পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ। তিনি বলেন, ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’ এরপর ছিলো খ্যাতিমান যাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। যাদুর ছলাকলায় দর্শক শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই যাদুকর। পরের পরিবেশনায় মঞ্চ মাতান শিশুশিল্পীরা।