অনলাইন সংস্করণ
১৭:৪৪, ০৫ আগস্ট, ২০২৫
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। আর নতুন আক্রান্তদের মধ্যে ২৩০ জনই রাজধানীর বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২২ হাজার ৩৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধির হার বাড়ে। তাই বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।