ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে আক্রান্ত ৪০৮

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে আক্রান্ত ৪০৮

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৩ জন, চট্টগ্রামে ৫৮, ঢাকার বাইরে ৫৯, ঢাকা উত্তর সিটিতে ৩৭, দক্ষিণ সিটিতে ৫৭, খুলনায় ৩৭, ময়মনসিংহে ২৫, রাজশাহীতে ৫২, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ৩৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার তাগিদ দিয়েছেন।

আক্রান্ত ৪০৮,৩ মৃত্যু,ডেঙ্গু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত