অনলাইন সংস্করণ
১৬:২৯, ২৫ জুলাই, ২০২৫
ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি উপগ্রহ ‘নাহিদ ২’ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। রাশিয়ার সোয়ুজ উৎক্ষেপণ যান ব্যবহার করে এই উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা হয়েছে।
ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে ডিজাইন ও নির্মিত এই উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে দেশটি মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট উৎক্ষেপণে একটি নতুন মাইলফলক স্পর্শ করলো।
‘নাহিদ ২’ প্রকল্পটি ইরানের একটি কৌশলগত মহাকাশ কর্মসূচির অংশ, যার মাধ্যমে দেশটির টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, উপগ্রহ-উপকরণ পরীক্ষার সক্ষমতা এবং মহাকাশে স্বাধীনতা অর্জনের প্রচেষ্টাকে জোরদার করা হচ্ছে।
ইরান বলেছে, ‘নাহিদ ২’ একটি স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ আরও উন্নত যোগাযোগ উপগ্রহের ভিত্তি তৈরি করবে। সূত্র: রয়টার্স